কেমন কাটবে নতুন বছর ১৪২৫ সাল
জন্মতারিখ মিলিয়ে রাশি অনুযায়ী দেখে নিন কেমন যাবে নতুন বছর।
-
মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) কর্মক্ষেত্রে উন্নতি ও শুভ কাজে বাধা থাকলেও কিছু পরিবর্তন হবে। আর্থিক চাপ থাকবে। স্বাস্থ্য মাঝে মধ্যে বিব্রত করবে।
-
বৃষ : (২১ এপ্রিল-২১ মে) সারা বছর কমবেশি একটা বাধা অস্থিরতা প্রায়ই বিব্রত করবে। ব্যবসায়ীদের অর্থাগমেও বাধা। স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয়।
-
মিথুন : (২২মে-২১ জুন) কর্ম ও অর্থভাগ্যে কমবেশি উন্নতি। পেশা বা ব্যবসায় যুক্তদের যোগাযোগ বাড়বে। স্বাস্থ্য মোটামুটি ভালো।
-
কর্কট : (২২ জুন-২২ জুলাই) কর্মক্ষেত্রে উন্নতি ও শুভ যোগাযোগ। ব্যবসায়ীদের উন্নতি মাঝারি। অপ্রত্যাশিত অর্থাগমের যোগ। স্বাস্থ্যের কারণে বিব্রত থাকতে হতে পারে।
-
সিংহ : (২৩ জুলাই-২৩ আগস্ট) আর্থিক ব্যাপারে মানসিক চাপ। প্রত্যাশিত অর্থাগমে বাধা। মাত্রাতিরিক্ত ব্যয় চাপে অস্থির হয়ে উঠতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে।
-
কন্যা : (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) আয় ব্যয়ের মাত্রা প্রায় সমান। তবে সারা বছর কাটবে সচ্ছলতায়। স্বাস্থ্যের পক্ষে বছরটা অস্বস্তিকর। স্বাস্থ্যের কারণে অর্থ নষ্টের যোগ।
-
তুলা : (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) নতুন আর্থিক যোগাযোগে উৎসাহিত হবেন। গত বছরের তুলনায় অর্থাগমের মাত্রা খানিকটা বাড়বে। অপ্রত্যাশিত কিছু অর্থাগম। সারা বছর স্বাস্থ্য ভালোই যাবে।
-
বৃশ্চিক : (২৪ অক্টোবর-২২ নভেম্বর) আর্থিক অবস্থার লক্ষণীয় পরিবর্তন নেই। মাঝে মাঝ আর্থিক বিষয়ে উদ্বেগ ও অস্বস্তি মনকে বেশ বিব্রত করবে। অপ্রত্যাশিত অর্থ নষ্টের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের পক্ষে ভালো।
-
ধনু : (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) আর্থিক বিষয়ে মানসিক উদ্বেগ ও অশান্তি থাকবে। প্রত্যাশিত অর্থাগমে বাধা। পরিশ্রম অনুসারে আর্থিক উন্নতির আশা কম। ব্যয় বাড়বে। স্বাস্থ্য মধ্যম তবে মানসিক শান্তি থাকবে।
-
মকর : (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) আর্থিক ব্যাপারে যোগাযোগ বাড়বে। নানাভাবে অর্থ লাভের সুযোগ বৃদ্ধির যোগ। ব্যয়ও বাড়বে। ঝুঁকির কাজে অর্থ বিনিয়োগ বোকামি করা হবে। যেমন চলছে তেমন চলতে দিন।
-
কুম্ভ : (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) যথেষ্ট অর্থাগম। আবার জলের মতো অর্থ ব্যয়ও হবে। গত বছরের তুলনায় এ বছর আর্থিক উন্নতির পথ অনেক সুগম হবে। স্বাস্থ্যটা প্রায়ই বড্ড ভোগাবে। দেহ ও মনে স্বস্তি থাকবে না।
-
মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সারা বছর আয় ব্যয়ের সমতা থাকবে। সাধারণ নিয়মেই অর্থাগম। অর্থভাগ্যের লক্ষণীয় পরিবর্তন নেই। তবে আর্থিক ক্ষতির ভয়ও নেই। স্বাস্থ্যের পক্ষে সময়টা চলবে সাধারণ নিয়মে। কখনও ভালো, কখনও খারাপ।