রাঙামাটিতে বৈসাবি উৎসব
প্রকাশিত: ০১:১৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮
আপডেট: ০১:১৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮
বর্ণিল আয়োজনে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণ ও বিদায়ের মহান উৎসব বৈসাবি।
-
আজ সকালে কাপ্তাই হ্রদেও পানিতে ফুল ভাসিয়ে চাকমা জনগোষ্ঠির মানুষ উৎসবের প্রথম দিন ‘ফুলবিঝু’ পালন করেছে।
-
সবার মঙ্গল কামনায় ফুল ভাসিয়ে দিয়েছেন দুই নারী।
-
ত্রিপুরা জনগোষ্ঠির মানুষও এদিন পানিতে ফুল ভাসিয়ে পালন করেছে ‘হারি বৈসুক’।
-
ফুলবিঝুতে উল্লেখযোগ্য সংখ্যক চাকমা তরুন তরুণী ও বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
-
পানিতে ফুল ভাসিয়ে, ঘর সাজিয়ে, ঐতিহ্যবাসি গড়াইয়া নৃত্য পরিবেশন,বয়ষ্কদের স্নাত ও বস্ত্র দানের মাধ্যমে পালন করেন দিনটি।
-
জীবনের সুখ সমৃদ্ধি কামনায় ফুল ভাসিয়ে প্রার্থনা করছেন এক নারী।