বৈশাখ বরণে চারুকলার প্রস্তুতি
আর কিছুদিন পরেই বাঙালির দরজায় কড়া নাড়বে পহেলা বৈশাখ। বৈশাখকে বরণের জন্য বরাবরের মত প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিউট।
-
বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হাতে নিয়েছে নানা ধরনের কার্যক্রম। মঙ্গল শোভাযাত্রার জন্য এক শিক্ষার্থী নকশা আঁকছেন। ছবি : মাহবুব আলম
-
বাঙালির পহেলা বৈশাখের সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রাটি বের করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এখন তাদের দম ফেলারও ফুরসত নেই। ছবি : মাহবুব আলম
-
নানা রঙের মুখোশ তৈরি করা হচ্ছে। এটি মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ। ছবি : মাহবুব আলম
-
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার কাজে বর্তমানে নিরলস পরিশ্রম করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। ছবি : মাহবুব আলম
-
বাঁশের চটা বেঁধে তৈরি বাঘ, হাঁস, বিড়াল, শখের হাঁড়ি, শিশু হরিণ, পেঁচা, কাগুজে বাঘ, ছোট বড় মাঝারি আকৃতির পাখিসহ দারুণ সব মোটিফ রয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রার আয়োজনে। ছবি : মাহবুব আলম