আইপিএলে যেসব অলরাউন্ডার একাদশকে হারানো প্রায় অসম্ভব
এবারের অ্যালবাম সাজানো হয়েছে আইপিএলে যেসব অল রাউন্ডার একাদশকে হারানো প্রায় অসম্ভব, সেসব তারকাদের ছবি নিয়ে।
-
শেন ওয়াটসন : আমাদের অলরাউন্ডারদের দলের অধিনায়ক এবং ওপেনার। রাজস্থানের হয়ে দীর্ঘদিন খেলেছেন এই অজি অলরাউন্ডার। এ বছর অবশ্য খেলবেন চেন্নাইয়ের হয়ে।
-
সুনীল নারিন : ক্রিস লিনের অনুপস্থিতিতে নাইটদের হয়ে গতবার বেশ কয়েকটি ম্যাচ ওপেন করেন তিনি। ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুরন্ত কয়েকটি ইনিংস খেলেন তিনি। এ ছাড়া তার মিস্ট্রি বোলিং তো আছেই। ওয়াটসনের সঙ্গে ইনিংসের ওপেন করবেন তিনি।
-
সুরেশ রায়না : আমাদের দলের তিন নম্বরে আসবেন সুরেশ রায়না। গত দশ আইপিএলে ধারাবাহিক পারফর্ম করা রায়না ১৬১ ম্যাচে ৩৪-এর বেশি গড়ে সাড়ে চার হাজারেরও বেশি রান করেছেন। ওভারপিছু সাড়ে সাতের কম রান দিয়ে নিয়েছেন ২৫ উইকেট।
-
বেন স্টোকস : আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ব্যাট এবং বলে একাই দলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। রাইজিং পুনের হয়ে গত আইপিএলে ১২ ম্যাচে ৩১৬ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১৪৩। মাত্র ৭.১৮ গড়ে ১২টি উইকেটও নিয়েছিলেন।
-
কিয়েরন পোলার্ড : ওয়েস্ট ইন্ডিজের এই অল রাউন্ডার আইপিএলে মুম্বাইকে বহু ম্যাচ জিতিয়েছেন। ব্যাটে প্রায় ২৯ গড়ে এবং ১৪৬ স্ট্রাইক রেটের পোলার্ড আইপিএলে মোট ৫৬টি উইকেট নিয়েছেন।
-
আন্দ্রে রাসেল : গতবারের মতো এবারেও নাইটদের অন্যতম ভরসা হতে চলেছেন রাসেল। ডানহাতি এই ক্যারিবীয়র ব্যাটিং স্ট্রাইক রেট ১৭৩। ওভার প্রতি রান একটু বেশি দিলেও সঠিক সময়ে উইকেট তোলার ক্ষমতা রাখেন এই অলরাউন্ডার।
-
হার্দিক পাণ্ডে : বরোদার এই ২৫ বছরের অলরাউন্ডার মুম্বাই তো বটেই ভারতের জাতীয় দলেরও বড় ভরসা। গত বছর ব্যাট হাতে ১৫৬ এবং বল হাতে ২৬ স্ট্রাইক রেট মুম্বাইকে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করেছিল।
-
শাকিব আল হাসান : ব্যাট হাতে তেমনভাবে নজর না কাড়তে পারলেও বল হাতে কিন্তু আইপিএলে যথেষ্ট সফল বাংলাদেশের সর্বকালের সেরা এই অলরাউন্ডার। আইপিএলে তার বোলিং গড় মাত্র ৭.১৭।
-
কেদার যাদব : আমাদের দলের উইকেটরক্ষক যিনি বল ও ব্যাটে যথেষ্টই সাবলীল। পার্ট টাইম উইকেট কিপিং করতে পারেন বলেই তাকে দলে রাখা হল।
-
ক্রিস মরিস : দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার নতুন বলে যেমন ইনিংস শুরু করতে পারেন, তেমনই হার্ড হিটারের ভূমিকাও নিতে পারেন। চেন্নাইয়ের হয়ে আইপিএল অভিষেক করা মরিস এ বার খেলবেন দিল্লির হয়ে।
-
ডোয়েন ব্রাভো : আইপিএলে এখনও পর্যন্ত বারোশোরও বেশি রান করা ব্রাভো ১২২টি উইকেটও নিয়েছেন।
-
যুবরাজ সিং : আইপিএলে আড়াই হাজারের বেশি রান করা এই বাঁহাতি আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। ব্যাট তো বটেই বল হাতেও ম্যাচ উইনার যুবরাজ।