ভাগ্য বদলাবে টিয়া পাখি
ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে দেখা যায় টিয়া পাখির ভাগ্য বদলানো এ দৃশ্য।
-
এই টিয়া পাখি বলে দেয় মানুষের ভাগ্য লিপিতে কী রয়েছে। রাজধানীর গুলিস্তান এলাকা থেকে এ ছবি তুলেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
ভাগ্য গণনার এ টিয়া পাখির কাছে লোকজনের ভিড়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
টিয়া পাখির ঠোঁট দিয়ে তুলে আনা খামে কি লেখা রয়েছে তা শাস্ত্র দিয়ে কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছেন জ্যোতিষী। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ফটোশুটে টিয়া পাখির জ্যোতিষী। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ভাগ্য বদলানোর জন্য টিয়া পাখির কাছে হাত গণনা করতে আসে নানা পেশার মানুষ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
হাত গণনার জন্য প্রত্যেকের কাছ ৪০-৫০ টাকা ফি নেওয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।