বইমেলায় স্পর্শ ব্রেইল প্রকাশনীর স্টল
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
আপডেট: ০৫:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বইমেলায় স্পর্শ ব্রেইল প্রকাশনীর স্টলের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
চোখে আলো না থাকলেও ব্রেইল পদ্ধতিতে পড়ছেন দৃষ্টিহীনরা। সব বাধা পেরিয়ে তারা আজ আলোর পথযাত্রী। ছবি : মাহবুব আলম
-
পাতাজুড়ে ছয়টি করে বিন্দুর বিভিন্ন সংকেত (ব্রেইল পদ্ধতি)। ঘর আকৃতির সংকেতগুলোতে হাত বুলিয়েই প্রাণের আলো মেলে ধরছেন শাহীন, জরিনারা। ছবি : মাহবুব আলম
-
মাত্র ছয়টি ফুটাতেই সমাজ, রাষ্ট্র, শিল্প-সাহিত্যের সব খবর মিলছে। ফুটায় ফুটায় স্পর্শ করেই অনর্গল পড়ে যাচ্ছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। আর তা মুগ্ধচিত্তে দেখছেন মেলায় আসা দর্শনার্থীরা। ছবি : মাহবুব আলম
-
‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয় মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’। ছবি : মাহবুব আলম
-
ব্রেইল পদ্ধতিতে পাঠে নিমগ্ন তারা। চোখের আলো না থাকলে জ্ঞানের আলো দিয়ে সব জয় করেছেন এই দৃষ্টিহীনরা। ছবি : মাহবুব আলম