ইটভাটার আগুনে গাছপালা ঝলসে যাওয়ায় প্রতিবাদ
পিরোজপুর জেলার ইন্দুরকানীর প্রত্যন্ত পূর্ব চন্ডিপুর গ্রামে কচা নদীর বেড়িবাঁধ ঘিঁষে এক প্রভাবশালী কৃষকলীগ নেতা গড়ে তুলেছেন ‘কেবিআই’ নামের ইটভাটা। ইটভাটার আগুনে ঝলসে গেছে বসত ভিটার গাছপালা।
-
শুক্রবার সকলে ক্ষতিগ্রস্থ ফসলী জমির মালিক ও স্থানীয় নারী-পুরুষ নির্বিশেষে এই অবৈধ ভাটা বন্ধের দাবিতে ত্রিশ মিনিটের মানববন্ধন করেছেন ভাটার সামনে। ছবি : হাসান মামুন
-
মানববন্ধনের আগে গ্রামবাসীরা প্রশাসনকে অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। ছবি : হাসান মামুন
-
ফসলী মাঠে গিয়ে দেখা গেল, স্থানীয় অন্তত শতাধিক নারী-পুরুষ ও গ্রামবাসী ‘কেবিআই’ ইটভাটা বন্ধের দাবিতে শুক্রবার মাঠে এসে মানববন্ধন করেছেন। ছবি : হাসান মামুন
-
ইটভাটা সংলগ্ন বসত ভিটার বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ ভাটার আগুনে ঝলসে বিবর্ণ হয়ে গেছে। ছবি : হাসান মামুন
-
ইটভাটার আগুনের ধোঁয়ার কারণে এখানকার গাছপালা পাতা ঝরে গেছে। ছবি : হাসান মামুন