আকাশজুড়ে শান্তির পায়রা উড়ছে
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭
আপডেট: ০১:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭
শান্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পায়রা উড়িয়ে দেয়া হয়। এবারের অ্যালবাম শান্তির পায়রা নিয়ে।
-
মনের আনন্দে বুঝি পায়রারা উড়াউড়ি করছে! সম্প্রতি এ পায়রার ছবি চাঁদপুর শহর থেকে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী রবিউল ইসলাম পলাশ। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
মনে হচ্ছে পায়রারা উড়ে উড়ে আকাশ ছোঁবে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
আমাদের দেশে গ্রামে কিংবা শহরে অনেকেই শখ করে পায়রা পোষে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
ঝাঁকে ঝাঁকে পায়রা উড়ে যাচ্ছে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
পায়রারা অনেক দূরে উড়ে গিয়ে আবার আপন ঠিকানায় ছুটে আসে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
প্রাচীনকালে পায়রা দিয়ে চিঠিপত্র বহন করা হতো। এখনকার মানুষের কাছে একথা যেন কল্পকাহিনি। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
সুদূরে উড়ে যাওয়ার অপেক্ষায় বসে আছে এই পায়রার দল। ছবি : রবিউল ইসলাম পলাশ