পাঁচ তলা বাড়ির ছাদে বাহারি বীজতলা
ঝিনাইদহে পাঁচ তলা বাড়ির ছাদে বীজতলা তৈরি করেছেন খবির উদ্দিন। এবারের থাকছে এ বাহারি বীজতলার ছবি।
-
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামের কলেজ শিক্ষক খবির উদ্দিন তার পাঁচ তলা বাড়ির ছাদের উপর বাহারি বীজতলা তৈরি করেছেন।
-
খবির উদ্দিন তার বোরো ধানের বীজতলায় বাড়ির অন্যান্যদের নিয়ে কাজ করছেন।
-
খবির উদ্দিন বলেন, তার নিজের বারো বিঘা ধানী জমি আছে। সে জমিতে চাষ করার জন্য তিনি এ বীজতলা তৈরি করেছেন।
-
১২০ টি ট্রেতে ১২ কেজি ধানের বীজ তলা দেয়া হয়েছে। এতে ঘরের ছাদের ৭০০ বর্গফুট জায়গা ব্যবহার করা হয়েছে।
-
কৃষি অফিসের উপসহকারী তুহিনের পরামর্শে ঘরের ছাদে এ ট্রে পদ্ধতিতে ধানের বীজতলা তৈরি করেছেন খবির উদ্দিন।
-
এখানে সুবিধা হিসাবে খবির উদ্দিন জানান, এ পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করলে ৬০ দিন গাছ বাড়ার সময় পায়। এতে প্রতিটি গাছ অনেক কুশি ছাড়ার সময় পেয়ে থাকে।
-
তিনি আরো জানান, বাড়ির মেয়েরা অবসর সময়ে এ বীজতলা তৈরি করতে পারে। তারা সময় দিতে পারে।
-
এই বীজতলায় শুধু মাত্র সকাল-দুপুর ও সন্ধ্যায় তিনবার সময় করে পানি দিলেই চলে। এতে খরচ কম। সময় কম। আবার খুব সহজে রোপণ করা যায়।
-
নিজের বীজতলায় কাজ করছেন খবির উদ্দিন।