মাল্টা চাষ করে স্বাবলম্বী
পিরোজপুরের বেকার যুবকরা মাল্টা চাষে এখন স্বাবলম্বী। এবারের অ্যালবামে থাকছে মাল্টা বাগানের ছবি।
-
পিরোজপুরের সদর উপজেলার দূর্গাপুর উনিয়নের অমলের মাল্টা বাগানের পরিচর্যা করছেন এক নারী। ছবি : হাসান মামুন
-
মাল্টা চাষী অচিন্ত কুমার নিজের বাগানের মাল্টা হাতে নিয়ে জাগো নিউজের ক্যামেরায়বন্দি হয়েছে। ছবি : হাসান মামুন
-
পিরোজপুর জেলায় বিগত কয়েক বছরে ঘটেছে মাল্টার বিপ্লব। এ বিপ্লবকে আরেক ধাপ এগিয়ে নিতে বড় ধরনের ঝুঁকি নিয়েছে শিক্ষিত বেকার যুবকরা। ছবি : হাসান মামুন
-
বিস্তীর্ণ মাল্টা বাগান। পিরোজপুরের বেকার যুবকরা আত্মনির্ভরশীল হতে ফল চাষে এগিয়ে আসায় এখানে গড়ে উঠেছে মাল্টা বাগানসহ অসংখ্য ফলের বাগান। ছবি : হাসান মামুন
-
বাগানের মাল্টার পরিচর্যা করছেন একজন। এ জেলার অনেকেই মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। ছবি : হাসান মামুন
-
বাগানে ধরেছে দৃষ্টিনন্দন মাল্টা। পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক এমডি আবুল হোসেন তালুকদার জানান, এ অঞ্চলের মাটি মাল্টা চাষের জন্য খুবই উপযোগী। ছবি : হাসান মামুন
-
রেবতী শিকদারের বাগানের মাল্ট পেকে হলুদ রং ধারণ করেছে। ছবি : হাসান মামুন