শাপলা ফোটা রূপসী বাংলাদেশ
প্রকাশিত: ১১:১৬ এএম, ২২ নভেম্বর ২০১৭
আপডেট: ১১:১৬ এএম, ২২ নভেম্বর ২০১৭
এদেশের বিলে-ঝিলে শাপলা ফোটা দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এবারের অ্যালবামে থাকছে গাজীপুরের পুবাইলের বিলের শাপলার ছবি।
-
লাল শাপলা ফোটা দৃশ্য দেখলে মন খুলে খাইতে ইচ্ছে করে ‘আমার পাখিটা যায়রে উড়ে যায়...’ গানটি। বিলের জলে শিশুটি মনের আনন্দে শাপলা তুলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিলে ফোটা এই শাপলা সবজি হিসেবেও খুব ভালো। এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ।
-
ফুটন্ত লাল শাপলা প্রৃকতিকে করেছে আরও মনোমুগ্ধকর। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিলের এ শাপলা হাট-বাজারে বিক্রি করে অনেকে জীবীকা নির্বাহ করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিলের শাপলা তুলে শিশুটির এখন সময় কাটে। সকাল হলেই নৌকা নিয়ে ছুটে যায় শাপলা তুলতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ