কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে রাস উৎসব
পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমা উৎসব রোববার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে।
-
পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬তম আবির্ভাবকে ঘিরে রাস উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। ছবি : হাসান মামুন
-
হাজার হাজার ভক্তের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আশ্রম থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। ছবি : হাসান মামুন
-
র্যালিতে নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপকমিটির আহবায়ক মানিক কর। ছবি : হাসান মামুন
-
শান্তিপূর্ণ পরিবেশে সবাই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। ছবি : হাসান মামুন
-
বড়দের সঙ্গে শিশুরাও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। ছবি : হাসান মামুন
-
বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও বিশ্ব শান্তি কামনায় ৫দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। ছবি : হাসান মামুন
-
রাস উৎসবকে কেন্দ্র করে আশ্রমে ভক্তদের ভিড়। ছবি : হাসান মামুন