কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান
কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নানের মধ্যদিয়ে ভেঙেছে মিলনমেলা। এবারের অ্যালবামে থাকছে গঙ্গাস্নানের ছবি।
-
পটুয়াখালী জেলার কুয়াকাটার সমুদ্র সৈকতে বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নর-নারী মিলিত হয়েছে। ছবি : কাজী সাঈদ
-
পূণ্যার্থী ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে গোটা সৈকত। ছবি : কাজী সাঈদ
-
বঙ্গোপসাগরের লোনা জলে নেমেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো নর-নারী। ছবি : কাজী সাঈদ
-
পূণ্যার্থীরা পূর্ণিমার মধ্যে উলুধ্বনি ও মন্ত্রপাঠ করে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ করেছেন এবছরের রাসমেলা। ছবি : কাজী সাঈদ
-
এ বছর রাসলীলা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় একলক্ষ পূণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়েছে এমনটাই জানিয়েছেন রাসমেলা উদযাপন কমিটি। ছবি : কাজী সাঈদ
-
প্রতিবছরের মতো এবছরও গঙ্গাস্নান উপলক্ষে সৈকতে মেলা বসেছে। ছবি : কাজী সাঈদ
-
এ উৎসবকে কেন্দ্র করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত মহামিলনমেলায় পরিণত হয়েছে। ছবি : কাজী সাঈদ
-
রাসমেলা উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বিপুল জানান, প্রায় দুইশ বছর ধরে পূর্ণিমা তিথিতে এ রাসলীলা উৎসব ও মেলা চলে আসছে। ছবি : কাজী সাঈদ