সবজির চারা বিক্রি করে লাখপতি
প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৪ নভেম্বর ২০১৭
আপডেট: ০৬:১৫ এএম, ০৪ নভেম্বর ২০১৭
জয়পুরহাটে সবজির চারা বিক্রি করে লাখপতি হয়েছেন হারুন অর রশিদ নামের এক কৃষক।
-
জয়পুরহাট সদর উপজেলার গনকবাড়ী এলাকার হারুন অর রশিদ শীতকালীন সবজি উৎপাদন না করে, শুধুমাত্র শীতকালীন সবজির চারা বিক্রি করে হয়েছেন লাখপতি।
-
হারুন গড়ে তুলেছেন শাহানাজ নামে একটি নার্সারী। নিজের ক্ষেতে কাজ করছেন তিনি।
-
সবজির চারার বেড। প্রতিদিন হারুন চারার যত্ন নেন।
-
সরেজমিনে গনকবাড়ী এলাকায় গিয়ে হারুনের সাথে কথা বলে জানা যায়, সবজির চারার ব্যবসা শুরু করার আগে হারুন ফেরি করে মুরগি ও কলার ব্যবসা করতেন।
-
হারুনের চারা উৎপাদনের ব্যবসার প্রতি উদ্বদ্ধু হয়ে এই গ্রামেরই জীবন দেবনাথ, আব্দুল ওহাব ও মাসুদ রানাসহ আরও অনেকে এই চারা উৎপাদনের ব্যবসা শুরু করেছেন।
-
সবজির চারা বিক্রি করছেন হারুন। এই কাজ করে তিনি এখন স্বাবলম্বী।