মাটির তৈরি জিনিসপত্র
ক্রমেই আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি জিনিসপত্র। তবে কোনো কোনো অঞ্চলে এখনও মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায়।
-
মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে ঘর। নওগাঁ জেলার অধিকাংশ উপজেলার বাসিন্দারা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করেন। ছবি : মাহফুজা অ্যানি সুমা
-
হাঁড়ি-পাতিল রাখার স্থান মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ছবি : মাহফুজা অ্যানি সুমা
-
শুকনো মৌসুমে রান্না ঘরের বাইরে তৈরি করা হয় মাটির চুলা। ছবি : মাহফুজা অ্যানি সুমা
-
মাটির তৈরি ঘর-বাড়ি। স্থানীয় লোকজন দিয়েই তৈরি করা এসব ঘর। ছবি : মাহফুজা অ্যানি সুমা
-
মাটির তৈরি হাঁস-মুরগির বাসস্থান। মাটির তৈরি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যান। ছবি : মাহফুজা অ্যানি সুমা
-
শহরের অনেক দোকানে এমনকি শপিং মলে বিক্রি হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র। যেগুলো শিল্প সচেতন মানুষ ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছেন। ছবি : মাহফুজা অ্যানি সুমা
-
মাটির তৈরি জিনিসপত্র দিয়ে চলছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। ছবি : মাহফুজা অ্যানি সুমা