পিরোজপুরের সুপারির হাট
প্রকাশিত: ১০:২৪ এএম, ২৭ অক্টোবর ২০১৭
আপডেট: ১০:২৮ এএম, ২৭ অক্টোবর ২০১৭
দেশের দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য সুপারির হাট পিরোজপুরে বসে। এবারের অ্যালবামে থাকছে সেই সুপারির হাটের ছবি।
-
সুপারির হাট হিসেবে দক্ষিণাঞ্চলের পিরোজপুরে বাজার বিখ্যাত। সুপারিতে তার ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হয়েছে। ছবি : হাসান মামুন
-
দক্ষিণাঞ্চলের অন্যতম সুপারির হাট পিরোজপুর চলিশা বাজার। ছবি : হাসান মামুন
-
পাইকারি ক্রেতারা সুপারি কিনে বস্তা ভরছেন। কৃষক ও সুপারি ব্যবসায়ী সূত্রে জানাগেছে, দেশে সুপারির অন্যতম উৎপাদনকারী এলাকা হিসেবে দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুর সুপরিচিত। ছবি : হাসান মামুন
-
সুপারি বাছাইয়ের কাজে ব্যস্ত ক্রেতারা। স্থানীয় ব্যবসায়ীরা সুপারি কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান। ছবি : হাসান মামুন
-
নৌকায় করে সুপারি কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি ক্রেতারা। ছবি : হাসান মামুন
-
জমে উঠেছে সুপারি কেনাকাটা। পিরোজপুর অঞ্চলে এবার ভালো সুপারির ফলন হয়েছে। ছবি : হাসান মামুন