শরীয়তপুরের রাস্তার বেহাল দশা
শরীয়তপুর সদর পৌরসভার আংগারিয়া বাজার থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৪০ কিলোমিটার রাস্তায় ৩৫ কিলোমিটার সড়কই ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
-
খানাখন্দে ভরা রাস্তার এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি শরীয়তপুর মহাসড়কের অংশ। ছবি : মো. ছগির হোসেন
-
অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই চলছে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। পিচের উপর ইটের সলিং করে জোড়াতালি দিয়ে মেরামত করা এ রাস্তায় বৃষ্টি হলেই ইট-বালু উঠে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছবি : মো. ছগির হোসেন
-
দুইদিন ধরে কোনো বৃষ্টি নেই তবুও সড়কের গর্তগুলোতে পানি জমে আছে। ছবি : মো. ছগির হোসেন
-
শরীয়তপুর সড়ক ও জনপদ জেলা কার্যালয় সূত্র জানাগেছে, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর সদর পৌরসভার আংগারিয়া বড় ব্রিজের পূর্বপাশ থেকে সখিপুর থানার ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের বেহাল দশা। ছবি : মো. ছগির হোসেন
-
ঢাকার যানজট এড়াতে দূরত্ব ও সময় যাতে কম লাগে তাই ২০০০ সালে এ আঞ্চলিক সড়কটি চালু হয়। তবে এখন রাস্তা খানাখন্দে ভরে গেছে। ছবি : মো. ছগির হোসেন
-
বৃষ্টির পানি জমে খাদের সৃষ্টি হয়েছে মহাসড়কে। এলাকাবাসী দ্রুত এই রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছে। ছবি : মো. ছগির হোসেন