হেমন্তের বাংলাদেশ
ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের বাংলাদেশ। আবারও ঋতুর পালাবদলে প্রকৃতিতে এসেছে হেমন্ত।
-
হেমন্ত এলেই নদী শান্ত নীরব হয়ে যায়। সেই সঙ্গে প্রকৃতিও সেজে ওঠে আপন সৌন্দর্যে। শরীয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী রবিউল ইসলাম পলাশ।
-
হেমন্তের এমন অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রায় সব কবি-সাহিত্যিকরাই লিখেছেন গল্প, কবিতা ও গান। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
মৃদুমন্দ হালকা হিমেল বাতাসে সেজেছে প্রকৃতি। এই হল চিরচেনা হেমন্তের দৃশ্য। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
একটু একটু করে কুয়াশা পড়তে শুরু করেছে। শীত আসার বার্তা নিয়ে এসেছে হেমন্ত। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
এখন চারদিকে নতুন ধানের মিষ্টি গন্ধ মৌ মৌ করছে। কৃষিনির্ভর আমাদের জনজীবনে হেমন্ত আনন্দ-বেদনার কাব্যের মতো। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
কবির কবিতায় হেমন্ত, প্রকৃতি আর আত্মমগ্ন একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। ছবি : রবিউল ইসলাম পলাশ