ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব
এবছরও ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবারের অ্যালবামে থাকছে মাছ ধরার ছবি।
-
ঠাকুরগাঁও শুক নদীর তীরে বুড়ির বাঁধ এলাকায় হাজার হাজার মানুষ জাল, পলো ও মাছ রাখার পাত্র নিয়ে মাছ ধরার উৎসবে মেতেছে। ছবি : মো. রবিউল এহসান রিপন
-
সোমবার (১৬ অক্টোবর) ভোরে বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের গেট খুলে দেয়ায় মাছ ধরতে নামে কয়েক গ্রামের শত শত মানুষ। বাঁধের ওপর দাঁড়িয়ে তাদের উৎসাহ দিচ্ছেন তাদের বন্ধু-বান্ধব ও স্বজনেরা। ছবি : মো: রবিউল এহসান রিপন
-
বুড়ির বাঁধ এলাকা ঘুরে দেখা যায় মাছ ধরার জন্য গ্রাম ও শহরের শত শত মানুষ ব্যস্ত। নারী ও শিশুসহ বৃদ্ধরাও রয়েছে এ দলে। ছবি : মো. রবিউল এহসান রিপন
-
সবার হাতে সাধারণ জাল, কারেন্ট জাল, লাফিজাল দিয়ে সাধ্যমত মাছ শিকার করছে। এছাড়াও যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও দুহাত দিয়ে মাছ ধরতে নেমে পড়েছে কাদার মধ্যে। সব মিলিয়ে এখানে মানুষের এক ধরনের মাছ ধরার উৎসব দেখা গেছে। ছবি : মো. রবিউল এহসান রিপন
-
মাছ ধরার উৎসবে মেতেছে এলাকাবাসী। ছবি : মো. রবিউল এহসান রিপন
-
মাছ ধরে বাড়ি ফিরছে তারা। ছবি : মো. রবিউল এহসান রিপন
-
মাছ ধরাকে কেন্দ্র করে এলাকার যুবকরা বাইরের মোটর সাইকেল, বাইসাইকেল রাখার জন্য তৈরি করেছেন অস্থায়ী গ্যারেজ। ছবি : মো. রবিউল এহসান রিপন