বইবন্ধু খসরু
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জ্ঞানপিপাসু ছাত্রসমাজ ও পাঠকদের নিয়ে পাঠাগার আন্দোলন শুরু করলেন বইবন্ধু আ. লতিফ খসরু। এবারের অ্যালবামে থাকছে তার পাঠাগার আন্দোলনের ছবি।
-
ছাত্রীদের মাঝে বই বিতরণ করছেন আ. লতিফ খসরু। তিনি মরহুম আ. সোবহান স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা। ছবি : হাসান মামুন
-
শিশুদের মাঝে বই বিতরণ করছেন আ. লতিফ খসরু। তিনি মনে করেন সুশিক্ষা মানুষকে আশাবাদী, অত্মপ্রত্যয়ী, উন্নত, আলোকিত ও বিকশিত করতে পারে। ছবি : হাসান মামুন
-
তার এই ভ্রাম্যমাণ পাঠাগারের মাধ্যমে বই বিতরণের উদ্দেশ্য সমাজের প্রতিটি মানুষকে বইমুখী করা ও জ্ঞান আহরণ করানো। ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে পাঠকদের হাতে বই পৌঁছে দেন তিনি। ছবি : হাসান মামুন
-
ট্রলারে যাত্রীদের বই পাঠে উদ্ধুদ্ধ করছেন বইপ্রেমী খসরু। ছবি : হাসান মামুন
-
প্রবীণ এই মানুষটির হাতে বই তুলে দিচ্ছেন খসরু। ছবি : হাসান মামুন
-
এভাবে তিনি প্রতিদিন বই নিয়ে ছুটে যান পাঠকের সন্ধানে। ছবি : হাসান মামুন
-
শিশুটির হাতে ছড়ার বই তুলে দিচ্ছেন আলোর পথযাত্রী খসরু। ছবি : হাসান মামুন
-
বইবন্ধু আ. লতিফ খসরু জানান, তার এই কার্যক্রমের মাধ্যমে এলাকায় পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। ছবি : হাসান মামুন