পিরোজপুর সরকারি গণগ্রন্থাগার
জ্ঞানের বাতিঘর হচ্ছে গ্রন্থাগার বা লাইব্রেরি। এবারের আয়োজন জ্ঞানের বাতিঘর পিরোজপুর সরকারি গণগ্রন্থাগারের ছবি নিয়ে।
-
পিরোজপুর জেলার সরকারি গণগ্রন্থাগারে প্রবেশের গেট। ছবি : হাসান মামুন
-
এ গ্রন্থাগারে রয়েছে ২৩ হাজার ৮০০ বই। তবে এখন আর আগের মত পাঠক উপস্থিতি নেই। ছবি : হাসান মামুন
-
শিশু-কিশোররা দৈনিক পত্রিকা পড়ছে। গণগ্রন্থাগারের জুনিয়র সহকারি লাইব্রেরিয়ান নাজমুর নাহার জানান, পাঠকদের জন্য প্রতিদিন ১৩টি জাতীয় দৈনিক পত্রিকা রাখা হয়। ছবি : হাসান মামুন
-
পিরোজপুরে জন্ম নেয়া কবি আহসান হাবীরের নামে এ গ্রন্থাগারে একটি কক্ষ রয়েছে। ছবি : হাসান মামুন
-
গ্রন্থাগারের বইয়ের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, ইসলামিক, অভিধানসহ ইংরেজি ভাষায় লেখা বই। ছবি : হাসান মামুন
-
সেলফে সাজানো রয়েছে নানা ধরনের বই। ছবি : হাসান মামুন
-
এ গ্রন্থাগারে এক সঙ্গে ১৩০ জন পাঠকের বই পড়ার ব্যবস্থা রয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। ছবি : হাসান মামুন