রাজধানীতে চোখজুড়ানো কাশফুলের হাতছানি
রাজধানীর আফতাব নগরে চোখজুড়ানো কাশফুলের মেলা। কর্মক্লান্ত মানুষ এখানে ছুটে আসে প্রকৃতির সৌন্দর্যে মনকে ভরিয়ে নিতে।
-
শুভ্র কাশফুলের রাজ্যে হারিয়ে গেছেন দর্শনার্থীরা। এখানে এলে যে কারো হারিয়ে যেতে ইচ্ছে করবে কাশের বনে। ছবি : তারিকুর রহমান খান
-
বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই। তবে কাশের এ আয়োজন শরতের কথা মনে করিয়ে দেয়। ছবি : তারিকুর রহমান খান
-
মেঘযুক্ত আকাশের নিচে সাদা কাশ, এ যেন অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। ছবি : তারিকুর রহমান খান
-
কাশফুলের দল প্রকৃতিপ্রেমিকদের মুগ্ধ করতে অপেক্ষা করছে। কাশের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য রাজধানীবাসী ছুটে আসেন। ছবি : তারিকুর রহমান খান
-
শরতের কাশফুলের এ রূপ সহজেই যে কারো চিত্তে দোলা দেবে। ছবি : তারিকুর রহমান খান
-
নাগরিক ব্যস্ততার মাঝেও একটু সময় করে ঘুরতে আসতে পারেন কাশফুলের রাজ্য থেকে। ছবি : তারিকুর রহমান খান
-
রাজধানীর আফতাব নগরের ফাঁকা জমিতে শরতের সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে কাশফুল। তাই পরিবার নিয়ে যেকোন সময় ঘুরে আসতে পারেন আপনিও। ছবি : তারিকুর রহমান খান
-
কাশফুলের রাজ্য থেকে দেখা যাচ্ছে রাজধানীর বুকে দাঁড়িয়ে আছে সুউচ্চ ভবনগুলো। ছবি : তারিকুর রহমান খান
-
আবিরমাখা বিকেলে কাশফুলের মায়াময় দৃশ্য মনকে ছুঁয়ে ছুঁয়ে যায়। ছবি : তারিকুর রহমান খান