নতুন ধানে কৃষকের মুখে হাসি
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৭
আপডেট: ০১:০৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৭
পঞ্চগড়ের কৃষকরা নতুন ধান ঘরে তুলছে। ধান কাটার দৃশ্য নিয়ে এবারের আয়োজন।
-
অস্থির চালের বাজারে পঞ্চগড়ের কৃষকের মুখে হাসি ফুটিয়েছে আগাম জাতের ধান চাষ। ধান কাটায় ব্যস্ত কৃষকরা। ছবি : সফিকুল আলম
-
ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষকরা। ফসলের হাসি দেখে কৃষকের মন আনন্দে ভরে গেছে। ছবি : সফিকুল আলম
-
সোনালি ধানের গায়ে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। ছবি : সফিকুল আলম
-
ধান ক্ষেতের ফলন দেখে কৃষকদের আশা, তারা বিঘাপ্রতি ৬০০ থেকে ৮০০ থেকে কেজি (১৫ থেকে ২০ মণ) ধান ঘরে তুলবেন। ছবি : সফিকুল আলম
-
বড়দের সঙ্গে ধান কাটায় অংশ নিয়েছে এই শিশুটি। ছবি : সফিকুল আলম
-
চলতি আমন মৌসুমে জেলায় ৯৭ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন আবাদের পাশাপাশি ১২ হাজার ২৭০ হেক্টর জমিতে আগাম জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করা হয়েছে। ছবি : সফিকুল আলম