বোম্বাই মরিচ চাষে ভাগ্য বদল
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৭
আপডেট: ১২:৩৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৭
পিরোজপুরের কৃষি অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে বোম্বাই মরিচ চাষ। এ মরিচ চাষ করে কয়েক হাজার মানুষের ভাগ্য বদল হয়েছে।
-
বনজ, ফলদ, ঔষধি বৃক্ষের সঙ্গে সাথী ফসল হিসেবে বোম্বাই মরিচের বাণিজ্যিক চাষ পিরোজপুরের কৃষি অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। বেকার যুবকরা এই মরিচ চাষের বেশি আগ্রহী। ছবি : হাসান মামুন
-
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আদাবাড়ী গ্রামের অষিম হাওলাদার বোম্বাই মরিচ চাষ করে এখন স্বাবলম্বী। ছবি : হাসান মামুন
-
স্বরূকাঠী থেকে পাইকাররা মরিচ কিনে মিনি ট্রাকে ঢাকার কারওয়ান বাজারে চালান করে। ছবি : হাসান মামুন
-
এক পাইকারী ক্রেতা আগাম জাতের সুগন্ধি মরিচ ঢাকা পাঠানোর জন্য ঝুড়ি বোঝাই করছে। ছবি : হাসান মামুন
-
এমন কাঁচা-পাকা মরিচের দৃশ্য দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে! ছবি : হাসান মামুন
-
কাঁচা ও পাকা মরিচ বাছাই করছে মরিচ ব্যবসায়ীরা। ছবি : হাসান মামুন