সাগর থেকে ফিরেছেন জেলেরা
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৪ অক্টোবর ২০১৭
আপডেট: ১২:০৩ পিএম, ০৪ অক্টোবর ২০১৭
ইলিশের প্রজনন নিশ্চিত করতে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তাই জেলেরা তীরে ফিরেছেন।
-
এখন মা ইলিশের ডিম ছাড়ার সময়। তাই মাছ ধরা বন্ধ থাকায় সাগর থেকে চলে এসেছে জেলেরা। চট্টগ্রামের মাঝির ঘাট থেকে জেলেদের ছবি ক্যামেরাবন্দি করেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
সব জাল কূলে এনে একত্র করেছে জেলেরা। এই জাল এখন রোদে শুকিয়ে মেরামত করা হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দল বেঁধে জেলেরা জাল কূলে তুলে আনছেন। নদীর পাড়ে মাছ ধরার ট্রলারগুলো স্থির দাঁড়িয়ে আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জালের স্তূপ। ঘাটে এখন আর ইলিশের ক্রেতা-বিক্রেতার হাঁকডাক নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সাগরে ব্যস্ত এই নৌকাগুলো এখন ঘাটে স্থবির হয়ে আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জাল রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মাছ ধরা নয় জাল মেরামত ও শুকানোর কাজে ব্যস্ত জেলেরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ