রোহিঙ্গাদের জনপথ
মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্য। এখন এদেশের জনপথই তাদের পরম নির্ভরতার স্থান।
-
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পের ঘনবসতির দৃশ্য। নিজ দেশ থাকতেও তারা আজ পরবাসী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শিশুকে কোলে নিয়ে আদর করছেন এক রোহিঙ্গা মা। তাদের সামনে অনিশ্চিত ভবিষ্যত থাকলেও বাংলাদেশের মাটিতে প্রাণ হারানো ভয় নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে দুই রোহিঙ্গা কিশোরী। জন্মভূমির সব কিছু হারিয়ে আজ বাংলাদেশে তারা পরবাসিনী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হেসে খেলে বেড়াচ্ছে রোহিঙ্গা শিশুরা। দেখে মনে হচ্ছে দেশ থেকে বিতাড়িত হওয়ার সব কষ্ট তারা ভুলে গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গাদের ঘন বসতি পূর্ণ এলাকা। শত কষ্ট সহ্য করে তারা এখানে বসবাস করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এই রোহিঙ্গা বৃদ্ধার কাছে শোনা গেলো নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এক রোহিঙ্গা শিশু অন্য এক শিশুর মাথার চুল বিলি কেটে দিচ্ছে। ক্যামেরা দেখে তারা অনেক উচ্ছ্বল হয়ে উঠলো। ছবি : বিপ্লব দিক্ষিৎ