বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের স্রোত থামছে না
এখনও মিয়ানমার থেকে পালিয়ে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। মঙ্গলবার টেকনাফের শাহপরীর এলাকা থেকে রোহিঙ্গাদের প্রবেশের এই ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ।
-
শাহপরীর দ্বীপ দিয়ে টেকনাফ শহরের দিকে যাচ্ছে রোহিঙ্গারা। এখনও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের স্রোত থামছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নর-নারী, শিশুদের কাতারবন্দি যাত্রা। নিজ ভূমি ছেড়ে আসা রোহিঙ্গাদের দেখে মনে হচ্ছে এদের চেয়ে অসহায় মানুষ পৃথিবীতে আর নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
যার যা আছে তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর এই নিষ্ঠুর আচরণ মানব ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পিঠে করে পরিবারের শেষ সম্বলটুকু নিয়ে এসেছে রোহিঙ্গারা। এখন তাদের সামনে অনিশ্চিত ভবিষ্যত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এ জীবন একটু আশ্রয়ের সন্ধানে। জীবন বাঁচাতে রোহিঙ্গারা পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জীবন বাঁচানোর সংগ্রামে নেমেছেন রোহিঙ্গারা। শিশুরাও জেনে গেছে তাদের জীবন বাঁচাতে লড়াই করতে হবে। তাই বড়দের সঙ্গে নৌকা থেকে অর্ধতীরে নেমে কূলে উঠছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ