পদ্মার ভয়াল ভাঙন
অনবরত ভাঙছে পদ্মা। পদ্মার নদীর ভাঙনে শরয়ীতপুরের অংশে দুই বছরে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে।
-
পদ্মার ভয়াল ভাঙনের দৃশ্য দেখছেন তীরবর্তী দুই বাসিন্দা। এভাবেই প্রতিনিয়ত ভাঙছে নদীর দুকূল। ছবি : মো. ছগির হোসেন
-
ক্রমাগত ভাঙনে আবাদি জমি, বসত-ভিটার পাশাপাশি ২০১৬-২০১৭ দুই বছরে প্রায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্বে বিলীন হয়েছে। ছবি : মো. ছগির হোসেন
-
চোখের সামনেই পদ্মা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। পদ্মার তীরের এই মানুষটি দেখছে চিরপরিচিত দৃশ্য জলরাশিতে পরিণত হয়ে যাচ্ছে। ছবি : মো. ছগির হোসেন
-
পদ্মা নদীর ভাঙনে শরীয়তপুর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে জাজিরা ও নড়িয়া উপজেলা। ছবি : মো. ছগির হোসেন
-
পদ্মার এই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আরও অনেক জনপথ মানচিত্র থেকে হারিয়ে যাবে। পাশাপাশি মানবিক বিপর্যয়ে পড়বে বহু মানুষ। ছবি : মো. ছগির হোসেন
-
ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে পদ্মা তীরবর্তী মানুষ। ছবি : মো. ছগির হোসেন