ইলিশের ছড়াছড়ি
পিরোজপুরের মৎস্যবন্দর পাড়েরহাটে এখন ইলিশের ছড়াছড়ি। এবারের অ্যালবামে থাকছে ইলিশের ছবি।
-
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখাগেছে পিরোজপুরের মৎস্য বন্দর পাড়েরহাটে সাগর থেকে ট্রলার বোঝাই করে জেলেরা আড়তে ইলিশ নিয়ে এসেছেন। এখানের হাটে ইলিশের ছড়াছড়ি। ছবি : হাসান মামুন
-
ইলিশ বিক্রিতে ব্যস্ত ব্যবসায়ীরা। সাগরে ইলিশ বেশি ধরা পড়ায় ইলিশ এখন নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ছবি : হাসান মামুন
-
বন্দরের প্রত্যেকটি আড়তে ছিল খুচরা ক্রেতাদের ব্যাপক ভিড়। পিরোজপুর জেলা সদরসহ সাত উপজেলা ও পাশের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থেকে পাইকাররা আড়ৎ থেকে ইলিশ কিনতে এসেছেন। ছবি : হাসান মামুন
-
ক্রেতাদের মাছ দেখচ্ছেন এক বিক্রেতা। দাম কম হওয়ায় সাধারণ ভোক্তারা এখন অন্য মাছের তুলনায় ইলিশ মাছ বেশি কিনছেন। ছবি : হাসান মামুন
-
বাজারে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেছে এক সপ্তাহ পর্যন্ত বাজারে যথেষ্ট ইলিশ পাওয়া যাচ্ছে আর দামও সব শ্রেণি ও পেশার মানুষের নাগালে। ছবি : হাসান মামুন