বুড়ির হাটে নৌকার হাট
শরীয়তপুরের নৌকার হাট নিয়ে এবারের অ্যালবাম তৈরি করা হয়েছে।
-
শরীয়তপুরের বুড়ির হাটে প্রতি বছর আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসে নৌকার হাট বসে। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। ছবি : মো. ছগির হোসেন
-
নৌকা নিয়ে বসে আছেন বিক্রেতারা। তবে এ বছর নৌকার ক্রেতা অনেক কম। ছবি : মো. ছগির হোসেন
-
বুড়ির হাটে নৌকা পছন্দ করছেন ক্রেতারা। শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা এ হাটে নৌকা কিনতে আসেন। ছবি : মো. ছগির হোসেন
-
সারি সারি নৌকা সাজানো রয়েছে বুড়ির হাটে। নৌকা বিক্রির জন্য এই হাটটি শরীয়তপুরের সবার কাছে পরিচিত। ছবি : মো. ছগির হোসেন
-
নৌকার কারিগরেরা জানান, বর্ষা মৌসুমে শরীয়তপুর, চাঁদপুর ও মাদারীপুর বিভিন্ন নিচু এলাকা ডুবে যায়। সে সময় নৌকাই হয়ে ওঠে সেসব এলাকার বাসিন্দাদের যোগাযোগের প্রধান মাধ্যম। বর্ষাকালে নৌকার ওপর নির্ভরশীল হয়ে পরেন তারা। ছবি : মো. ছগির হোসেন
-
নৌকা ঠেলে হাটে তুলছেন দুই নৌকা বিক্রেতা। ছবি : মো. ছগির হোসেন
-
শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের অনেক লোক মাছ ধরা, খামারের পশুর জন্য ঘাস কাটা, পারাপারের জন্য নৌকা ব্যবহার করেন। তারা এ হাট থেকে নৌকা কিনে নেন। ছবি : মো. ছগির হোসেন
-
নৌকার কারিগররা জানান, আগে সপ্তাহে হাটে প্রায় দুইশ নৌকা বিক্রি হতো। এখন বিভিন্ন জায়গা ভরাট করে ফেলায় নৌকার বিক্রি কমেছে। ছবি : মো. ছগির হোসেন
-
বিক্রেতাদের অপেক্ষায় বসে আছেন দুই নৌকা বিক্রেতা। ছবি : মো. ছগির হোসেন