হুমকির মুখে কঁচা নদীর রিভার ক্রসিং টাওয়ার
পিরোজপুরের কঁচা নদীর রিভার ক্রসিং টাওয়ার ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
-
নদী ভাঙনের মুখে পড়েছে পিরোজপুরের কঁচা নদীর পাড়ে অবস্থিত ১৩২ কেভি পাওয়ার ক্ষমতার ‘রিভার ক্রসিং টাওয়ার’। যেকোনো সময় টাওয়ারটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি : হাসান মামুন
-
নদী ভাঙনের ফলে চরম আতঙ্কে রয়েছেন পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা গ্রামের সহস্রাধিক মানুষ। ছবি : হাসান মামুন
-
অনবরত ভাঙছে কঁচা নদী। ঘর-বাড়ি নদীর বুকে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ। ছবি : হাসান মামুন
-
১৩২ কেভি সম্প্রসারিত গ্রিড লাইনের টাওয়ার ভেঙ্গে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।ছবি : হাসান মামুন
-
নদীর দুই পাড়ের ক্রসিং টাওয়ার পর্যন্ত গ্রিড সঞ্চালন লাইনের দূরত্ব এক দশমিক দুই কিলোমিটার। কিন্তু পিরোজপুরের গাজীপুর অংশে কঁচা নদীর তীব্র ভাঙনে নদীর পাড় থেকে অন্তত প্রায় ৩শ’ ফুট গভীরে চলে গেছে। ছবি : হাসান মামুন