কোরবানি উপলক্ষে ছুরি-চাপাতি বিক্রির ব্যস্ততা
কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ছুরি-চাপাতি। এবারের অ্যালবামে থাকছে রাজধানীর কারওয়ান বাজারের ছুরি-চাপাতি বিক্রির ছবি।
-
কারওয়ান বাজারের ছুরি-চাপাতির দোকানে ব্যস্ত বিক্রেতারা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কারওয়ান বাজারে প্রতিবছরের ন্যায় এবারের কোরবানির ঈদকেও কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রচুর পরিমাণে পশু জবাই দেওয়া সামগ্রী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ছুরি-চাপাতিতে ধার দিচ্ছেন একজন দোকানী। এই কাজে কয়েকদিন ধরে খুব ব্যস্ত তিনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর কারওয়ান বাজারে আছে প্রায় ৩৫টি কামারশালা। সেখানে ছুরি-চাপাতিসহ বিভিন্ন লৌহসামগ্রী বিক্রি হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পশু জবাই ও মাংস কাটার জন্য ছুরি-চাপাতি অপরিহার্য। তাই কামারশালায় দিন-রাত ছুরি-চাপাতি তৈরির ব্যস্ততা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কোরবানি উপলক্ষে কামারশালার কারিগররা ১৫-২০ দিন ধরে দা, বঁটি, ছুরি-চাপাতি, চাকু তৈরি করে যাচ্ছেন। কারওয়ান বাজার থেকে ঢাকার অন্যান্য এলাকার বাজারেও ছুরি-চাকু-বঁটির চালান যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ