কংক্রিটের শহরে শেষ বিকেলের সূর্য
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৪ আগস্ট ২০১৭
আপডেট: ১০:৩০ এএম, ২৪ আগস্ট ২০১৭
ইট পাথরের এই শহরে অষ্টপ্রহর ব্যস্ততার কারণে প্রাকৃতিক সৌন্দর্য দেখার ফুসরত মেলে না সিংহভাগ নগরজীবীর। আলোকচিত্রী রবিউল ইসলাম পলাশের ক্যামেরায় দেখুন রাজধানীর সূর্যাস্তের ছবি।
-
সারাদিন দাপটের সঙ্গে প্রখর রোদ দিয়ে অস্ত যাচ্ছে রাজধনীর সূর্য। মনে হচ্ছে সূর্যটাও বুঝি ব্যস্ত মানুষের মত ক্লান্ত হয়ে পড়েছে। তবে বিকেলের এই সূর্য দেখতে খুবই সুন্দর।
-
রাজধানীর হাতিরঝিল থেকে অস্তগামী সূর্যকে ক্যামেরাবন্দি করা হয়েছে।
-
ধীরে ধীরে নিজেকে লুকিয়ে নিচ্ছে সূর্যটা। ‘কাল আবার দেখা হবে প্রিয় নগরী’-হয়তো এই কথা বলে বিদায় নিচ্ছে।
-
ঠিক বাড়ির ছাদের উপর এসে দাঁড়িয়েছে সূর্যটা। অস্তগামী সূর্যের পেছনে ছুটছে রাতের আঁধারের দল।
-
শেষ বিকেলের পড়ন্ত সূর্যের হাসি। দেখে মনে হচ্ছে ছন্দময় কবিতার এক মনোমুগ্ধকর আয়োজন।