হতাশা নিয়ে জাল তুলছে খুঁটা জালের জেলেরা
কুয়াকাটার উপকূলের জেলে পল্লীতে ব্যস্ততার শেষ নেই। যারা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায় তাদের লম্বা জালের জেলে বলা হয়। আর যারা ছোট নৌকা ট্রলারে উপকূলের কাছকাছি জাল পেতে মাছ শিকার করে তাদের বলা হয় খুঁটা জালের জেলে। এবারের অ্যালবামে থাকছে কুয়াকাটার চরগঙ্গামতি থেকে জাল তোলার ছবি।
-
সাগর থেকে তুলে আনা জাল নৌকা ট্রলার থেকে নামাতে জেলেদের সাহায্য করেছে জেলে কন্যা মারুফা। ছবি : কাজী সাঈদ
-
ইলিশ না পেয়ে সমুদ্রে থেকে তুলে আনা জাল গুছিয়ে আটি বাঁধছেন দুই কিশোর জেলে। ঋণের বোঝা মাথায় নিয়ে চরম বেকায়দায় তারা। ছবি : কাজী সাঈদ
-
উত্তাল সমুদ্র থেকে গাছের ডাল প্যাঁচানো জাল তুলে এনে ছাড়াচ্ছেন এক জেলে। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র থেকে তুলে আনা এলোমেলো জাল গোচাচ্ছেন দুই জেলে। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র থেকে তুলে আনা এলোমেলো জাল গোছাচ্ছেন তিন জেলে। ছবি : কাজী সাঈদ
-
নৌকা ট্রলার থেকে জাল নামাচ্ছেন হতাশাগ্রস্ত তিন জেলে। ছবি : কাজী সাঈদ
-
সাগর থেকে তুলে আনা জাল-ইট ভর্তি নৌকা ট্রলার। ছবি : কাজী সাঈদ
-
এভাবেই উত্তাল সমুদ্রের ঢেউ জেলেদের জাল এলোমেলো করেছে। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র থেকে তুলে আনা এলোমেলো জাল গোছাচ্ছেন চার জেলে। ছবি : কাজী সাঈদ
-
জাল ভর্তি নৌকা ট্রলার নিরাপদ স্থান সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাচ্ছেন জেলেরা। ছবি : কাজী সাঈদ
-
জাল ভর্তি নৌকা ট্রলার নিরাপদ স্থানে রেখে জাল গুছিয়ে নেয়ার কাজে ব্যস্ত দুই জেলে। ছবি : কাজী সাঈদ
-
চোখে-মুখে হতাশার ছাপ নিয়ে সাগর থেকে তুলে আনা জাল গোছাচ্ছেন চার জেলে। ১৫ পিস জালে মাত্র তিনটি ইলিশ পেয়েছেন। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র থেকে তুলে আনা এলোমেলো জাল গোচানোর কাজে ব্যস্ত চার জেলে। ছবি : কাজী সাঈদ
-
সমুদ্র থেকে তুলে আনা জাল জেলেপাড়ায় নিয়ে যাচ্ছেন এক জেলে। ছবি : কাজী সাঈদ
-
চরগঙ্গামতি জেলেপাড়ায় নিরাপদে রাখা ইলিশের জাল। ছবি : কাজী সাঈদ
-
উত্তাল সাগরে ছেড়া জাল বুনানোর কাজে ব্যস্ত দুই জেলে। ছবি : কাজী সাঈদ
-
চরগঙ্গামতি জেলেপাড়ায় জেলেদের বাসার ছাউনীর উপরে নিরাপদে রাখা জাল। ছবি : কাজী সাঈদ