গাইবান্ধার বন্যা পরিস্থিতি
গাইবান্ধায় অধিকাংশ স্থানের বন্যার পানি কমতে শুরু করেছে। তবে করতোয়ার পানি বাড়ছে। এবারের অ্যালবামে থাকছে গাইবান্ধার বন্যা উপদ্রুত এলাকার ছবি।
-
গাইবান্ধার বন্যার পানি নেতে যেতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ২৩ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমেছে। ছবি : রওশন আলম পাপুল
-
পানি কমে যাওয়ায় জেগে উঠতে শুরু করেছে রাস্তা-ঘাট। জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ৫৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। ছবি : রওশন আলম পাপুল
-
জেলার সাত উপজেলার ২১ হাজার ৫৭২ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার কারণে ১ হাজার ৩৬০টি পুকুরের মাছ ভেসে গেছে। ৮৭টি শিক্ষা ও ৮টি ধর্মীয় প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ছবি : রওশন আলম পাপুল
-
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, ব্রহ্মপুত্র নদ, ঘাঘট ও তিস্তা নদীর পানি কমছে। শুধু করতোয়া নদীর পানি বাড়ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মেরামত কাজ চলছে। ছবি : রওশন আলম পাপুল