সিরাজগঞ্জে লাখ লাখ মানুষ পানিবন্দি
সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতর আরও অবনতি হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
-
সিরাজগঞ্জের ৫টি উপজেলার পানিবন্দি লাখ লাখ মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। জেলার অভ্যন্তরীণ করতোয়া, গুমানী, হুরাসাগর, ফুলজোড় নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ছবি : ইউসুফ দেওয়ান রাজু
-
কোথাও একটু শুকনো জায়গা নেই। তাইতো মানুষ পানিতে ভাসছে। ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি দিনদিন বেড়েই চলেছে। ছবি : ইউসুফ দেওয়ান রাজু
-
ঘরের মধ্যে পানি উঠে যাওয়ার দৃশ্য। প্রতিদিনই বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। বিশুদ্ধ খাবার পানি ও ওষুধ সংকটে ভুগছে সিরাজগঞ্জের মানুষ। ছবি : ইউসুফ দেওয়ান রাজু
-
বন্যায় জলমগ্ন হয়ে আছে সিরাজগঞ্জের গ্রামের পর গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলা পয়েন্টে যমুনার পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : ইউসুফ দেওয়ান রাজু
-
পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জ জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ৪৮টি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।
-
নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। হঠাৎ বন্যা এ অঞ্চলের মানুষের জীবনের গতিকে থমকে দিয়েছে। ছবি : ইউসুফ দেওয়ান রাজু