শিল্পীর তুলিতে বঙ্গবন্ধু
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই আয়োজন। এবারের অ্যালবামের স্কেচ এঁকেছেন জাগো নিউজের চিত্রশিল্পী খন্দকার ইসমাত জেরিন তৃষা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রকাশিত ‘জাতির জনক’ অ্যালবামের ছবি অবলম্বনে স্কেচ আঁকা হয়েছে।
-
পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এলে বঙ্গবন্ধুকে ফুল দিয়ে বরণ নেয় এদেশের মানুষ।
-
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিচ্ছেন জাতির জনক। এদেশের মানুষকে তিনি সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই পথ ধরেই এগিয়ে চলছে স্বদেশ।
-
আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু। তিনি সব সময় দলের নেতা ও কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
-
২৩ মার্চ ১৯৭১, জনতার অভিনন্দনের জবাবে হাত নাড়ছেন বঙ্গবন্ধু ৩২ নম্বর বাড়ির বারান্দা থেকে। পেছনে তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।