কুয়াকাটার জেলে পাড়ার ব্যস্ততা
চলতি মৌসুমে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। কিন্তু চলমান পূর্ণিমার জো’তে সাগর উত্তাল থাকার কারণে সমুদ্রে টিকতে পারছে না জেলেরা। তাই জেলেরা ঘাটে বসে অলস সময় পার না করে সবাই ব্যস্ত রয়েছেন পুরনো ও নতুন জাল বুনানোর কাজে। এবারের অ্যালবামে থাকছে জাল বুনানোর ছবি।
-
চার কিশোর জেলে নতুন জাল মাছ ধরার উপযোগী করার কাজ করছে। ছবি : কাজী সাঈদ।
-
জেলেরা কালো সুতোর পুরনো জালের ছেড়া অংশ বুনে মেরামত করছেন। ছবি : কাজী সাঈদ
-
জেলেরা কালো সুতোর পুরনো জালের ছেড়া অংশ বুনছেন। এভাবেই কাটছে জেলেদের সময়। ছবি : কাজী সাঈদ
-
জেলেরা সাদা সুতোর নতুন জালে দড়ি লাগাচ্ছেন। ছবি : কাজী সাঈদ
-
সাদা সুতার নতুন জালে দড়ি লাগাচ্ছেন এক জেলে। ছবি : কাজী সাঈদ
-
পুরনো জালে দড়ি লাগাচ্ছেন দুই জেলে। ছবি : কাজী সাঈদ
-
লাল সুতার পুরনো জালের ছিড়া বুনানোর কাজে ব্যস্ত কয়েকজন জেলে। ছবি : কাজী সাঈদ
-
লাল সুতার পুরনো ছেড়া অংশ চাকু দিয়ে কেটে সমান করছেন এক জেলে। ছবি : কাজী সাঈদ