সোনালি আঁশ পাট সংগ্রহের কাজ চলছে
এখন পাট কাটার মৌসুম। দেশের বিভিন্ন স্থানের পাট চাষীরা মাঠ থেকে পাট কেটে তা সংরক্ষণের কাজ করছেন। এবারের অ্যালবামে থাকছে পাট সংগ্রহের ছবি।
-
মুন্সীগঞ্জের সিরাজদিখানের নারীরা ঝাক দেওয়া পাট সংগ্রহের কাজ করছেন। পুরুষের পাশাপাশি তারা পাট সংগ্রহের কাজে সমান ভূমিকা পালন করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পাট সংগ্রহের পরে কাঠিও শুকিয়ে রাখা হচ্ছে। বাজারে এই পাট কাঠিরও ব্যাপক চাহিদা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পাট ধোয়ার কাজে ব্যস্ত এক চাষী। এ বছর পাটের চাষ ভালো হওয়ায় মুন্সীগঞ্জের পাট চাষীদের মনে আনন্দ বয়ে যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মুন্সীগঞ্জ গেলে গ্রামে গ্রামে এখন পাট ধোয়ার এমন দৃশ্য চোখে পড়বে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পাট রোদে শুকিয়ে তা বাজারে বিক্রির উপযোগী করা হয়েছে। শুকনো পাট সংগ্রহের কাজে ব্যস্ত চাষীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মুন্সীগঞ্জ জেলার অনেক চাষী পাট চাষ করে জীবীকা নির্বাহ করেন। এই মৌসুমে পাট কাটা আর সংগ্রহের কাজে তারা সকাল-সন্ধ্যা ব্যস্ত থাকেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ