সোনারচরে সৌন্দর্যের হাতছানি
অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমির নাম পটুয়াখালীর সোনারচর। এ চরের রূপের আকর্ষণে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। এবারের অ্যালবামে থাকছে সোনারচরের ছবি।
-
সোনারচর নামটিই বলে দেয়, প্রকৃতি এখানে আপন হাতে সৌন্দর্য বিলিয়েছে। রুপালি বালির উপর ওখানে সারাক্ষণ ছুটছে লাল কাঁকড়া। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
সোনারচরে আছে বিশাল বনাঞ্চলে সুন্দরবনের আমেজ। এ রক্ষাণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সরকারের বন বিভাগ। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
সোনারচরের অভ্যন্তরে খালের দুইপাশের বন যেন সবুজ বনবনানী দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এখানে এলে দেখা যাবে হরিণের পাল ছোটাছুটি করছে। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
এখানকার সবুজের হাতছানিতে প্রকৃতিপ্রেমিকরা ছুটে আসেন। ভ্রমণকারীরা নিমেষেই হারিয়ে যান সবুজের রাজ্যে। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
দিনের আলোতে সোনারচরকে দূর থেকে দেখে মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা নিপুণ ছবি। সমুদ্র সৈকত আর একই জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
বন বিভাগের নিয়ম-কানুন মেনে সোনারচরের এই অংশে ভ্রমণ করতে হয়। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
গাঢ় সবুজের মাঝে পাখিদের ওড়াউড়ি। এই অভয়ারণ্যে নানা প্রজাতির পাখি বাস করে। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
সোনারচরের এই সৌন্দর্য উপভোগ করতে হলে পর্যটকদের একটু ঝামেলা পোহাতে হবে। কারণ সোনারচরের আশপাশের রূপ ঘুরে দেখতে নেই কোনো আধুনিক যান। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী
-
সোনারচর অভয়ারণ্য। ইতোমধ্যে পর্যটন মন্ত্রণালয় থেকে একদল পরিদর্শক সোনারচর পরিদর্শন করেছেন। রেস্ট হাউজ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপারে সংশিষ্ট মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করছে। ছবি : মহিব্বুল্লাহ্ চৌধুরী