ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকেঝাঁকে ইলিশ মাছ। বেশি ইলিশ ধরা পড়ায় পিরোজপুরের জেলেদের মুখে হাসি ফুটেছে।
-
এ বছর ঝাঁকেঝাঁকে ইলিশ ধরা পড়ছে। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ইলিশের বাজার পিরোজপুরের পাড়েরহাটের মৎস্য ব্যবসায়ীরা তাই অনেক খুশি। ছবি : হাসান মামুন
-
ইলিশের বাজারে ক্রেতাদের ভিড়। জানাগেছে, অনেক ট্রলার মালিক তাদের বিগত দিনের লোকসানের বোঝা পুষিয়ে উঠতে সক্ষম হবেন। ছবি : হাসান মামুন
-
পিরোজপুরের চড়খালীর ফেরিঘাটে মাছ বিক্রেতারা ইলিশের পসরা সাজিয়ে বসেছেন।
-
সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এসব ট্রলার। গভীর সমুদ্রে জেলেরা মাছ ধরতে যাবার অপেক্ষায় রয়েছেন। ছবি : হাসান মামুন
-
ইলিশ ধরে তা সংরক্ষণের জন্য জেলেরা ট্রলারে বরফ তুলছেন। সব মিলিয়ে পিরোজপুরের জেলের এখন ব্যস্ত সময় পার করছেন। ছবি : হাসান মামুন
-
পাড়েরহাট মৎস্য বন্দর ইলিশ কেনা-বেচায় সরগরম। এখান থেকে খুচরা বিক্রেতারা পাইকারি মূল্যে ইলিশ কিনে নিয়ে যায়। ছবি : হাসান মামুন
-
উপকূলীয় মৎস্য অবতরণকেন্দ্র পাথরঘাটায় সবচেয়ে কম দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে তিনশত টাকা দরে। ছবি : হাসান মামুন
-
এতদিন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ইলিশ কেনা ছিল চিন্তার বাইরে। এখন বেশি ইলিশ ধরা পড়ায় দাম অনেক কমেছে, ফলে সবাই কিনতে পারছে। পিরোজপুরে ইলিশের কেজি ৬ ’শ থেকে ৭ ’শ টাকায় বিক্রি হচ্ছে। ছবি : হাসান মামুন