ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এবারের অ্যালবামে থাকছে কবিগুরুর ছবি।
-
সাহিত্য সাধনা ছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে পছন্দ করতেন। তুলি হাতে রবীন্দ্রনাথ ছবি আঁকায় নিমগ্ন রয়েছেন।
-
পারিবারিক পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বই পড়ছেন আর সবাই মুগ্ধ হয়ে শুনছে।
-
কবিতা আবৃত্তি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবদ্দশায় তিনি কাব্য রচনায় ও আবৃত্তিতে মুগ্ধ করে রেখেছিলেন সব গুণগ্রাহীদের।
-
রবীন্দ্রনাথ ঠাকুর একজন অভিনেতাও ছিলেন। ঠাকুরবাড়ির নিজস্ব নাটকের প্রায় সবগুলোতেই তিনি অভিনয় করেছেন। নিজের লেখা ‘বাল্মীকিপ্রতিভা’, ‘বিসর্জন’, ‘রাজা-রানী’, ‘চিরকুমার সভা’য় যেমন অভিনয় করেছেন, তেমনি অভিনয় করেছেন স্বর্ণকুমারী দেবী ও জ্যোতিরিন্দ্রনাথের লেখা নাটকেও।
-
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ ছিল। আইনস্টাইন কবিগুরুকে খুবই পছন্দ করতেন।