জোয়ারের পানিতে প্লাবিত পিরোজপুরের নিম্নাঞ্চল
অতিরিক্ত বর্ষা ও জোয়ারের পানিতে প্লাবিত পিরোজপুরসহ উপকূলের নিম্নাঞ্চল। এবারের অ্যালবামে থাকছে প্লাবিত নিম্নাঞ্চলের ছবি।
-
অতিরিক্ত বর্ষা ও জোয়ারের পানিতে প্লাবিত পিরোজপুরসহ উপকূলের নিম্নাঞ্চল। রাস্তা ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ছবি : হাসান মামুন
-
স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় তিন ফুট পানি বৃদ্ধির ফলে বাড়ছে পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর পানি। ছবি : হাসান মামুন
-
ঢেউয়ের আঘাতে ভেঙ্গে যাচ্ছে পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর পাড়। ছবি : হাসান মামুন
-
পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনি এলাকা পানির তোড়ে ভাঙনের মুখে পড়েছে। ছবি : হাসান মামুন
-
রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিশেষ করে শিশুরা অসুবিধার মুখে পড়েছে। তাদের স্বাভাবিক চলাফেরা ব্যাহাত হচ্ছে। ছবি : হাসান মামুন
-
প্রতিদিনই এভাবে ভাঙছে নদী। নদীর পাড়ের মানুষ ভাঙন নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ছবি : হাসান মামুন
-
পিরোজপুর জলার সাত উপজেলার মধ্যে মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও ইন্দুরকানী এলাকা ঘুরে দেখা গেছে, চর সমূহ এবং নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ছবি : হাসান মামুন