জলাবদ্ধ রাজধানীবাসীর দুর্ভোগ
অঝোরে তিন দিন ধরে বৃষ্টি ঝরছে। অতিবৃষ্টিতে ঢাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাগো নিউজের আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ ক্যামেরাবন্দি করেছেন নগরবাসীর দুর্ভোগের ছবি।
-
বৃষ্টির পানি জমে যাওয়ায় রাস্তা ডুবে গেছে। এই পানির মধ্যে চলছে রিকশা ও প্রাইভেটকার। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাস্তা পানিতে ডুবে যাওয়ায় নারী ও শিশুরা বিপাকে পড়েছে। তাদের প্রত্যাহিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। রাজধানীর রামপুরা ঝিলকানন এলাকা থেকে এ দৃশ্য ধারণ করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রামপুরার ঝিলকানন এলাকার অনেক বাসা বাড়িতে এভাবে পানি উঠে গেছে। বিপাকে পড়েছেন গৃহিণীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকার পুলিশ লাইনের সামনের রাস্তা ডুবে গেছে। নদীর স্রোতের মত পানি বয়ে যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মায়ের সঙ্গে বৃষ্টিতে শিশুটি বাজার নিয়ে বাসায় ফিরছে। বৃষ্টির জলাবদ্ধতা জীবনের চাকা থামাতে পারছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ইনার সার্কুলার রোড পানিতে টইটম্বুর। এখানের দোকানদাররা অসল সময় না কাটিয়ে এই পানিতে নেমে সেলফি তুলছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ককসিট দিয়ে ভেলা ভাসিয়ে চড়ছেন একজন। এ যেন রাজপথে বৃষ্টি বিলাস। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বৃষ্টির পানিতে নেমে দুষ্টুমিতে মেতে দুই স্কুল শিক্ষার্থী। ছবি : বিপ্লব দিক্ষিৎ