সদরঘাটে তরমুজের রাজ্য
গরম পড়তে শুরু করেছে। এ সময়ে তরমুজ সবার কাছে প্রিয় ফল হিসেবে সমাদৃত।
-
দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসতে শুরু করেছে রসালো তরমুজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গরমের শুরুতেই তরমুজ সবার কাছে ফল হিসেবে ব্যাপক সমাদৃত। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এসব তাজা তরমুজের দৃশ্য দেখলেও চোখ জুড়িয়ে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
লঞ্চ ও স্টিমার যোগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা এ তরমুজ নৌকায় করে সদরঘাটের কদমতলী ফলের আড়ৎগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
তরমুজগুলো কদমতলী আড়তে আনার পরে এখান থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে শহরের অলিতে গলিতে বিক্রি করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নৌকা থেকে তরমুজগুলো ফলের আড়তে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন সদরঘাটের এই শ্রমিক। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
টুকরি ভরে সারিবদ্ধভাবে ঘাটের শ্রমিকরা তরমুজ আড়তে নিয়ে যাচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
খুচরা বাজারে এর একেকটি তরমুজ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শ্রমিকরাও অনেক আনন্দ নিয়ে তরমুজ ওঠানোর কাজ করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চার-পাঁচটির বেশি তরমুজ একটি টুকরিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।