শ্রাবণ মেঘের বিকাল
বর্ষাকাল অনেক প্রকৃতিপ্রেমীকের কাছে প্রিয়। বর্ষা ঋতুর শ্রাবণ মাস এলে অঝোর ধারায় বৃষ্টি ঝরে। এবারের অ্যালবামে থাকছে শ্রাবণ মেঘের শেষ বিকালের ছবি।
-
‘শ্রাবণের মেঘগুলো জরো হলো আকাশে’ এমন কালো মেঘ দেখলো এ গানের কথা মনে পড়ে যায়। রাজধানীর হাতিরঝিল থেকে এ ছবি তুলেছেন আবু সালেহ সায়াদাত।
-
মেঘময় আকাশের নিচে শান্ত পরিবেশ। বাংলা সাহিত্যের প্রায় সব কবি-সাহিত্যিকরাই শ্রাবণ নিয়ে লিখেছেন। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদ ‘শ্রাবণ মেঘের দিন’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ছবি : আবু সালেহ সায়াদাত
-
শ্রাবণ এলেই থেমে থেমে বৃষ্টি নামে। নীল আকাশে থাকে কালো মেঘের আনাগোনা। এ দৃশ্য সত্যিই উপভোগ্য। ছবি : আবু সালেহ সায়াদাত
-
ইট, পাথরের এই শহরেও শ্রাবণের কালো মেঘ নিয়ে আসে অপরূপ সৌন্দর্য। উপরে তাকালে মনে হচ্ছে আকাশ বুঝি অভিমান করে আছে। ছবি : আবু সালেহ সায়াদাত
-
এমন মেঘলা দিনে অনেকেই ঘরের বাইরে বের হতে চান না। আবারও কেউ কেউ মেঘলা দিনের সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে বের হন। ছবি : আবু সালেহ সায়াদাত