মুজিবনগরের ঐতিহাসিক আম্রকানন
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে মেহেরপুরের আম্রকাননের নামটি জড়িয়ে রয়েছে। এবারের অ্যালবামে থাকছে মেহেরপুরের আম্রকাননের ছবি।
-
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে মুজিবনগরের আম্রকানন কিংবা আম বাগানের স্মৃতি জড়িয়ে রয়েছে। এই আম্রকানন প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করবে। মুজিবনগরের স্মৃতিস্তম্ভের পেছনে আম্রকাননটি দেখা যাচ্ছে। ছবি : ফয়সাল খান
-
এই সেই মুজিবনগরের আম্রকানন। এখানে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। মেহেরপুরের বৈদ্যনাথতলায় আম্রকাননটি অবস্থিত। ছবি : ফয়সাল খান
-
মুক্তিযুদ্ধের ইতিহাসপ্রেমী মানুষ দেশের নানাপ্রান্ত থেকে এই মুজিবনগরের আম্রকানন দেখতে প্রতিদিন ছুটে আসেন। ছবি : ফয়সাল খান
-
পলাশীর আম্রকানন আমাদের পরাধীনতার ইতিহাস রচিত হয়েছিলো। কিন্তু মুজিবনগরের আম্রকানন বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের ইতিহাস লেখা হয়েছে। ছবি : ফয়সাল খান
-
বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে যেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, তাতে মুজিবনগরের ঐতিহাসিক আম্রকানন স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয়। ছবি : ফয়সাল খান