চারুকলায় হোলি উৎসব
হোলি খেলায় আনন্দ-মুখর ঢাবি’র চারুকলা।
-
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হোলি খেলা। এতে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এ উৎসবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে জলের গান ব্যান্ডদলের জার্নাল ও তার সহধর্মীনি কথা। ছবি : মাহবুব আলম।
-
বন্ধু-বান্ধবী, বড় ভাই-ছোট ভাই তারা একে অপরকে নানা রঙে রঙিন করে দেয়। তরুণ-তরুণীদরে রঙ মাখামাখির আনন্দে মুখর হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : মাহবুব আলম।
-
বুধবার ক্যাম্পাসে নেচে-গেয়ে হৈ-হুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা। ছবি : মাহবুব আলম।
-
উৎসবে নবীন, প্রবীণ, সিনিয়র, জুনিয়র একে অন্যকে রাঙিয়ে দেন। ছবি : মাহবুব আলম।
-
হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে যোগ দেয় এ হোলি উৎসবে। ছবি : মাহবুব আলম।
-
পরচিতি বন্ধু-বান্ধবী পাশ দিয়ে গেলে আর রক্ষা নেই। যাকে পাচ্ছে তাকেই রাঙিয়ে দেওয়া হচ্ছে রঙে। ছবি : মাহবুব আলম।
-
হোলির রঙ নিয়ে ছুটছে তারা। আজ রাঙাবে মনের পৃথিবী। ছবি : মাহবুব আলম।
-
রঙের ধোঁয়ায় আসুন রাঙাই মনের মত। ছবি : মাহবুব আলম।
-
কেউ চোখ বন্ধ করে আর কেউ চোখে চশমা দিয়ে রাঙাচ্ছে নিজেদের। ছবি : মাহবুব আলম।
-
রঙ মেখে সুন্দরী দিচ্ছে উড়াল। ছবি : মাহবুব আলম।
-
এসো রঙে রঙে রাঙানো হোলি উৎসবে হারিয়ে যাই। ছবি : মাহবুব আলম।