জামালপুরের পানিবন্দি লক্ষাধিক মানুষ
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেই সঙ্গে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
-
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ জামালপুর জেলার সবগুলো নদীর পানি বেড়েছে। ছবি : শুভ্র মেহেদী
-
মানুষের পাশাপাশি গবাদি পশুরাও পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার (১২ জুলাই) সকালে বাহাদুরাবাদ ৬ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ছবি : শুভ্র মেহেদী
-
পানিবন্দি জনজীবন। ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় চৌকিতে বসে আছেন দুই প্রবীণ। জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও জামালপুর সদরের আরো ১৫টি ইউনিয়ন নতুন করে বন্যা প্লাবিত হয়েছে। ছবি : শুভ্র মেহেদী
-
চারদিক ডুবে যাওয়ায় ডুবে যাওয়ায় ইঁদুরটি আশ্রয়হীন হয়ে পড়েছে। তাই সে গাছের ডালে উঠে জীবন বাঁচাতে চেষ্টা করছে। ছবি : শুভ্র মেহেদী
-
বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের-উল-ইসলাম জানিয়েছেন বন্যাকবলিত এলাকায় ৭৭টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। ছবি : শুভ্র মেহেদী