পিরোজপুরের নৌকার হাট
দেশের দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের আটঘর কুড়িয়ানার বর্ষা মৌসুমে যুগ যুগ ধরে চলে আসছে নৌকার হাট। এবারের অ্যালবামে থাকছে এ হাটের ছবি।
-
দেশের দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের আটঘর কুড়িয়ানার বর্ষা মৌসুমে যুগ যুগ ধরে চলে আসছে নৌকার হাট। ছবি : হাসান মামুন
-
জৈষ্ঠ্যর মাঝামাঝি থেকে ভাদ্রের শেষ সময় পর্যন্ত সপ্তাহের শুক্র ও সোমবারে আটঘরের বিদ্যালয় সংলগ্ন এলাকায় জলে ও কূলে বসে এ নয়নাভিরাম নৌকারহাট। ছবি : হাসান মামুন
-
ট্রলারে করে নৌকা নিয়ে এসেছেন নৌকা ব্যবসায়ীরা। এখানের অনেকে নৌকার ব্যবসা করেই জীবীকা নির্বাহ করেন। ছবি : হাসান মামুন
-
রেইনট্রি, মেহগনি ও কড়াই কাঠের তৈরি হাটে আসা নৌকাগুলো এলাকার প্রায় আধা কিলোমটির জায়গা জুড়ে খালে ও কূলে বিস্তৃতি ঘটে। ছবি : হাসান মামুন
-
নৌকার হাটের পাশাপাশি বসেছে বৈঠার হাট। বিক্রি ভালো হওয়াতে খুশি নৌকা ব্যবসায়ীরা। ছবি : হাসান মামুন
-
সরেজমিনে শুক্রবার (৭জুলাই) নৌকার হাট ঘুরে মনে হল, যেন এক নৌকার সাম্রাজ্য। যে দিকেই দুচোখ যায় কেবল নৌকা আর নৌকা। ছবি : হাসান মামুন
-
ভ্যান গাড়িতে করে নৌকা কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। আধুনিক সভ্যতায় যন্ত্রচালিত জলযানের রাজত্ব থাকলেও এখানকার মানুষের কাছে নৌকার কদর শত শত বছর ধরে। ছবি : হাসান মামুন
-
হাটের ইজারাদার মো. মোস্তফা কামাল বলেন, প্রতিহাটে ৯০০-১০০০ নৌকা ওঠে। হাটে বিভিন্ন আকারের ৬০০-৭০০ নৌকা বিক্রি হয়। ছবি : হাসান মামুন